Proin posuere faucibus
Tellus sit amet urna pulvinar
Quisque eget mauris at elit

এই পেজটির উন্নয়নের কাজ চলিতেছে......

ভর্তির নোটিশ- ও রেজিষ্ট্রেশন ১০/০২/২০১৮ ইং

প্রগতি তুষভান্ডার ফেডারেশন
কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
কালীগঞ্জ,লালমনিরহাট।
বিভিন্ন কোর্সের বিবারণ:২০১৮ ইং
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমদিত কারিগড়ি শিক্ষাবোর্ডের আওতায় বিভিন্ন কোর্সে
ক্রমিক
কোর্সের নাম
সময়
কোর্স ফি


% ছাড়ে ভর্তি চলছে.......
০১
অফিস অ্যাপ্লিকেশন (৭৬)
৩ মাস
১০৫০ টাকা
০২
অফিস অ্যাপ্লিকেশন (৭৬)
৬ মাস
৬১০০ টাকা
০৩
ডাটাবেস প্রোগাম
৬ মাস
৩৬০০টাকা
০৪
হ্যার্ডওয়্যার এন্ড নেটওয়াকিং(৭৭)
৩ মাস
৩০০০ টাকা
০৫
গ্রাফিক্স ডিজাইন
৩ মাস
৩০০০ টাকা
০৬
গ্রাফিক্স ডিজাইন
৬ মাস
৪৫০০ টাকা
০৭
অনলাইন সাভিস
৩ মাস
২৫০০ টাকা
০৮
আউটসোর্সিং
৩ মাস
------ টাকা
০৯
ভিডিও এডিটিং
৩মাস
১০৫০ টাকা
১০
মাল্টিমিডিয়া (৮১)
৩ মাস
৮৫০ টাকা

গ্রাফিক্স প্রশিক্ষণ নাও, নিজের ভাগ্য বদলে দাও,কারিগড়ি শিক্ষা নিলে দেশ জুড়ে কর্মমেলেকর্মছাড়া মুক্তি নাই শিক্ষার কোন বিকল্প নাই,যদিগড়তে চান সোনালী দিন কম্পিউটার কেন্দ্রে প্রশিক্ষণ নিন ।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমদিত কারিগড়ি শিক্ষাবোর্ডের আওতায় বিভিন্ন কোর্সে 

ভর্তি চলছে..............ভর্তি চলছে..............ভর্তি চলছে..............ভর্তি চলছে..............ভর্তি চলছে..............
 অন-লাইনে রেজিষ্ট্রশন শুরু আগামী -১০/০২/২০১৮ ইং তারিখ থেকে  ৩০/০২/২০১৮ ইং তারিখ পর্যন্ত ভর্তি ও ক্লাস শুর আগামী ০১/০৩/২০১৮ ইং তারিখ থেকে । অন-লাইনে রেজিষ্ট্রেশন করতে নিচের লিংকে ক্লিক করুন https://goo.gl/forms/ywMa18NsKHPQrOtt1। এই পোস্ট টি সেয়ার করে সবাইকে প্রশিক্ষণে অংশগ্রহন করার সুযোগ দিন।

বি:দ্র: চাকুরীজীবিদের জন্য রাতে ক্লাসের ব্যবস্থা আছে।
বিস্তারিত জানতে অফিস সময়ে যোগাযোগ করুন: ০১৫৩২৯৯৫৪০৮,০১৭৫৪০৫৯১৬৩,০১৭৫৯৮০৬৫২৯,




পরিচালক:-
মো: মিলন হোসেন
কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
প্রগতি তুষভান্ডার ফেডারেশন
কালীগঞ্জ,লালমনিরহাট।


আপনি কি ঘরে বসে থেকে Outsourcing শিখতে চান তাহলে এ সাইটে ক্লিক করুন

Outsourcing


সূচনাঃ ( Introduction of outsourcing) 
 আউটসোর্সিং (Outsourcing)  বা ফ্রিল্যান্সিং(Freelancing) হচ্ছে একটি মুক্তপেশা, মুক্ত পেশাজীবীদের সংগঠন। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরণের কাজ করেন তাদের বলা হয় "মুক্তপেশাজীবী" ( Freelancer)। এধরণের কাজে যেমন কোনো নির্দিষ্ট মাসিক বেতনভাতা নেই তেমনি সবসময় কাজ পাওয়ারও কোনো নিশ্চয়তা নেই। তবে স্বাধীনমনা লোকদের আয়ের জন্য এটা একটা সুবিধাজনক পন্থা। আধুনিক যুগে বেশিরভাগ মুক্তপেশার কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। ফলে মুক্ত পেশাজীবীরা ঘরে বসেই তাদের কাজ করে উপার্জন করতে পারেন। এ পেশার মাধ্যমে অনেকে প্রচলিত চাকরি থেকে বেশি আয় করে থাকেন, তবে তা আপেক্ষিক। ইন্টারনেটভিত্তিক কাজ হওয়াতে এ পেশার মাধ্যমে দেশি-বিদেশি হাজারো ক্লায়েন্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে। বর্তমান পৃথিবী তথ্যপ্রযুক্তি নির্ভর। এখনকার পৃথিবীর প্রায় সকল  ব্যক্তি, প্রতিষ্ঠান প্রতিনিয়ত ইন্টারনেট নির্ভর হয়ে পড়েছে। আজকাল ই-কমার্স, ইন্টারনেট বিপনন, ইমেইল বিপনন সহ সর্বপরি সকল ব্যবসায়ি প্রতিষ্ঠান সমূহ ইন্টারনেটের সেবার দিকে ঝুঁকে পড়েছে প্রতিনিয়ত। ইন্টারনেটপৃথিবীতে প্রতিনিয়ত ওয়েবসাইট এবং সার্চ ইঞ্জিন আবিস্কারের ফলে এর ব্যবহারের বিভিন্ন দিক এবং সুবিধা অসুবিধা পর্যালোচনার জন্য প্রয়োজন হয়ে পড়েছে দক্ষ জনশক্তির। এতদসংক্রান্ত সেবা প্রদান গ্রহণের জন্য প্রয়োজন একটি দক্ষ টিম, যারা এসংক্রান্ত সেবাকে অনেকক্ষেত্রে ভৌগলিক সীমারেখা ছাড়িয়ে পৌঁছে দিতে হয় পৃথিবীর একপ্রান্ত হতে অন্যপ্রাান্তে। আর এসংক্রান্ত সকল সীমাবদ্ধতাকে দূর করে আজ আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং দিনদিন বিশ্বপরিমন্ডলে নতুন করে আলোচিত হয়ে উঠেছে।


মার্কেট প্লেস  (Market Place) কাজ সংগ্রহ এবং সাবমিটঃ

আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত কয়েকটি নির্ভরযোগ্য ফ্রিল্যান্সিং সাইটঃ

                   http://www.freelancer.com

               http://www.odesk.com
               http://www.elance.com                          
               http://www.guru.com
   

বাংলাদেশী নির্ভরযোগ্য ফ্রিল্যান্সিং সাইটঃ
https://belancer.com/



আউটসোর্সিং সম্পর্কে খোলামেলা আলোচনাঃ 
মূলত আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং হল এমন একটি কাজের প্ল্যার্টফর্ম যেখানে কাজ সংগ্রহ, সাবমিট থেকে শুরু করে সকল ব্যবস্থাপনা ইন্টারনেট বা অনলাইন ভিত্তিক হয়ে থাকে। আর একটু সহজ ভাবে বললে ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কাজগুলোকে কাজের লে-আউট সহ ইন্টারনেটে ফ্রিল্যান্সার, বিল্যান্সার, ওডেস্ক ইত্যাদী ওয়েব সাইটে আপলোড করে রাখে। একজন ফ্রিল্যান্সার তার চাহিদা অনুসারে কাজ সংগ্রহ করে সঠিক সময়ে কাজদাতা প্রতিষ্ঠানকে বুজিয়ে দেয়। এবং এর বিনিময়ে সে কাজের পারিশ্রমিক হিসেবে পূর্ব নির্ধারিত ডলার আয় করে।

কাজের নমূনা বা কি ধরনেরকাজ মার্কেট প্লেসে থাকেঃ
ফ্রিল্যান্সিং সাইট বা অনলাইন মার্কেট প্লেসে মূলত যে কাজগুলি থাকে- তা বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। উল্লেখযোগ্য কাজগুলি হচ্ছে
     ওয়েবসাইট ডেভেলপমেন্ট (Web  Development)
     সফটওয়্যার ডেভেলপমেন্ট (Software Development)
     ডিজাইন ও মাল্টিমিডিয়া (Design & Multimedia)
     অনলাইন মার্কেটিং (বিক্রয় ও বিপনন সেবা প্রদান) (Online Marketing)
     সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
     ই-কমার্স (e-commerce)
     সোস্যাল মার্কেটিং ( Social Marketing)
     অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)
     গুগল অ্যাডসেন্স (Google Adsense)
     অনলাইন সার্ভে (Online Survey)
     ডাটা এন্ট্রি (Data entry)
     ব্লগিং (Blogging)
     গ্রাহক সেবা প্রদান (Customer Service)
     প্রশাসনিক সেবা প্রদান (Administrative services)  

এছাড়াও আরো অনেক সেক্টরে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যে কাজগুলি অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে সংগ্রহ করে সাবমিট করতে পারলেই ইন্টারনেট খেকে ডলার আয় করা সম্ভব।

টাকা, ডলার উত্তোলনের উপায়ঃ
“প্রথম কথা” আমরা উপরে যে ফ্রিল্যান্সিং সাইটগুলোর লিংক শেয়ার করেছি সেগুলোতে আপনি রেজিষ্ট্রেশন করে কাজ সংগ্রহ করে সাবমিট করতে থাকুন। এর ফলে আপনার প্রাপ্ত পারিশ্রমিক টাকা বা ডলার গুলো আপনার নিজস্ব ব্যাংক একাউন্টে স্থানান্তর তথা ক্যাশ করতে হলে আপনাকে নিম্মোক্ত সাইটগুলোতে রেজিস্ট্রেশন করতে হবে। পাশাপাশি ঐসাইটগুলোতে মানি ট্রান্সফার করার দক্ষতা অর্জন করতে হবে। উল্লেখ থাকে যে, আজকাল কোন বিষয়ে আপনার জ্ঞানঅর্জন করা সময়ের ব্যাপার মাত্র। ইন্টারনেট ব্যবস্থার ফলে আপনি সহজেই ইউটিউভে YouTube সার্চ করে ভিডিও টিওটোরিয়াল দেখে নিতে পারেন। অথবা গুগলের (Google) সাহায্য নিতে পারেন। ভাষাসংক্রান্ত কোন সমস্যা থাকলে গুগল ট্রান্সলেটর (Google Translator)  এর সহযোগীতা নিতে পারেন।


ডলার, মানি ট্রান্সপার (Money Transfer/ Withdraw) সাইটঃ
 আর্থিক লেনদেনের জন্য PayPal সেরা যদিও বাংলাদেশ থেকে  লিগ্যালভাবে PayPal একাউন্ট করা যায়না।
 এছাড়াও Payoneer, Payza, Skrill, OkPay ইত্যাদী সাইটগুলো ব্যবহার করে আপনি লেনদেন সংক্রান্ত সমস্যার সমাধান নিতে পারেন। এসকল একাউন্ট গুলো দক্ষভাবে পরিচালনা করতে পারলেই আপনি আপনার ব্যক্তিগত ব্যাংক একাউন্টে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয়কৃত টাকা ডলার স্থানান্তর করতে পারবেন।
  
Quick and easy.
Millions of customers around the world use us for one simple reason: it's simple. Just an email address and password will get you through to checkout before you can reach for your wallet.

PayPal Account

Payoneer Account

Skrill Account

Payza Account

OkPay

https://www.paypal.com/cy/webapps/mpp/home 

http://register.payoneer.com/global_payments/?utm_source=Google&utm_medium=Search&utm_campaign=Brand-Bangladesh-EN&network=g&device=c&Devicemodel=&Creative=64668438056&Keyword=Payoneer&Placement=&gclid=Cj0KEQiAjpGyBRDgrtLqzbHayb8BEiQANZauh3Uw-rBbM8HWgFgbHnLndbFHNra8TBKgROjqtAZWKJ4aAlV_8P8HAQ 

http://account.skrill.com.lgn3.com/login/  

https://www.payza.com/bangladesh/ 

https://www.okpay.com/en/


কাজ শিখতে চাইল (নতুনদের জন্য) কিভাবে কাজ শিখবেন?
Wanted to learn how to work (for starters), how to learn? 
 আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং কাজ কোন কঠিন বিষয় নয়। চেষ্টা সাধনা আর ধৈয্য ও সাহসিকতার সহিত প্ল্যান অনুযায়ী একটি সঠিক পরিকল্পনা প্রয়োজন। ইন্টারনেট ব্যবস্থার ফলে এখন আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং খুব সহজ একটি প্লাটফর্ম। ইন্টারনেট ব্যবস্থার ফলে আপনি সহজেই ইউটিউভে YouTube সার্চ করে ভিডিও টিওটোরিয়াল দেখে নিতে পারেন। অথবা গুগলের (Google) সাহায্য নিতে পারেন। ভাষাসংক্রান্ত কোন সমস্যা থাকলে গুগল ট্রান্সলেটর (Google Translator)  এর সহযোগীতা নিতে পারেন। তারপরও আমরা আপনাদের কথা মাথায় রেখে প্রাথমিক ভাবে শুরু করার জন্য কয়েকটি সাইট শেয়ার করলাম।
বাংলা ভাষাভাষিদের জন্য
  http://www.techtunes.com.bd/  বিষয়ভিত্তিক সববিষয়ের জন্য চমৎকার একটি সাইট
http://rrfoundation.net/   ওয়েবপেজ তৈরী (এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস ভিডিও টিওটোরিয়াল সহ)
  Learning of outsourcing English Website
    
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি্ বিষয়ক সেবা পেতে আমাদের পেজটিতে নজর রাখুন সবসময়। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি্ বিষয়ক যে কোন সমস্যা সমন্ধে আমাদের কে মেসেজ করুন। আমরা আপনার দেয়া নির্দিষ্ট বিষয় নিয়ে আমাদের পেজে বিস্তারিত বর্ণনা সহকারে পোষ্ট করব।

 
 এই পেজটির উন্নয়নের কাজ চলিতেছে......



নোট: প্রতিনিয়ত আম

কম্পিউটারে বিজয় বাংলা টাইপ করার পদ্ধতি

  কম্পিউটারে বিজয় বাংলা টাইপ করার পদ্ধতি
শুরুতেই নিশ্চিত হয়ে নিন আপনার কম্পিউটারে বাংলা ফন্ট এবং বাংলা সফট্ওয়্যার (বিজয় ) সঠিকভাবে ইনস্টল করা আছে কিনা, যদি ইনস্টল করা থাকে তবে আপনি বাংলা টাইপ করতে পারবেন। বাংলা লিখার জন্য আপনাকে দুইটি বিষয় সম্পর্কে ভালভাবে জানতে হবে ÑÑ
1। প্রথমত, বাংলা টাইপ করতে হলে আপনাকে বাংলা ফন্ট নির্বাচন করতে হবে।
2। দ্বিতীয়ত, বাংলা লিখার জন্য আপনার কী-বোর্ডটিকে বাংলায় রূপান্তর করে নিতে হবে।
 ◊ ফন্ট নির্বাচন করার জন্যঃ
: Format এ ক্লিক করে Font এ-ক্লিক করুন। মাইক্রোসফট আপগ্রেড ভার্সনে Home মেনুর অধীনে ফন্ট
বক্সে ক্লিক করে SutonnyMJ- অথবা TonnyBanglaMJ এ-দুইটি ফন্টের যে কোন একটি নির্বাচন করুন।
: ডিজিটাল কন্টেন্ট অথবা বাংলায় কোন নিবন্ধ লিখার জন্য যা কোন ওয়েবসাইটে আপলোড করা হতে পারে, এজন্য NikoshBAN ইউনিকোড ফন্টটি নির্বাচন করুন। উল্লেখ্য উপরে উল্লেখিত SutonnyMJ , TonnyBanglaMJ  ফন্টে লিখিত কোন ডকুমেন্ট ওয়েবপোর্টালে আপলোড হলেও তা ওয়েব পোর্টালে প্রদর্শন হবেনা।
কী-বোর্ডকে বাংলায় রুপান্তর করার জন্য----
: নির্দিষ্ট বাংলা ফন্ট নির্বাচন করার পর কী-বোর্ডকে বাংলায় রুপান্তর করার জন্য কী-বোর্ড থেকে Alt + Ctrl কী-দ্বয়একসাথে  চেপেধরে B অক্ষরটি চাপুন। তাহলে আপনার কী-বোর্ডটি বাংলায় রূপান্তরিত হবে। পূনরায় Alt + Ctrl কী-দ্বয় একসাথে চেপেধরে E অক্ষরটি চাপলে আবার কী-বোর্ডটি ইংরেজিতে রূপান্তরিত হবে। ওয়েবপেজ তথা ইউনিকোড ফন্টে টাইপ করতে চাইলে Alt + Ctrl কী-দ্বয় একসাথে চেপেধরে V অক্ষরটি চাপুন (বিজয় বায়ান্ন বা একুশের ক্ষেত্রে)
: উপরোক্ত পদ্বতিগুলি যথাযথ ভাবে অনুসরন করা হলে কী-বোর্ড থেকে J অক্ষরটি চাপুন। যদি “ক” অক্ষরটি উঠে তাহলে বুজতে হবে আপনার কী-বোর্ডটি সঠিকভাবে বাংলা কী-বোর্ডে রূপান্তরিত হয়েছে। আর যদি “ক” এর পরিবর্তে ভিন্ন কিছু উঠে তাহলে বুজতে হবে কী-বোর্ডের Caps Lock কী সক্রীয় তথা জলন্ত অবস্থায় আছে। এক্ষেত্রে আপনাকে Caps lock কী-প্রেস করে নিস্ক্রিয় করে দিতে হবে। যদি তাতেও কোন কাজ না হয় তাহলে বুজতে হবে আপনার কম্পিউটারে যথাযথভাবে বাংলা সফট্ওয়্যার এবং ফন্ট ইনস্টল হয়নি। এক্ষেত্রে আপনাকে পূনরায় সফটওয়্যার/ফন্ট ইনস্টল করতে হবে। উল্লেখ্য ফেসবুক বা অনান্য ওয়েব সাইটে সরাসরি বাংলা লিখার জন্য বিজয় বায়ান্ন, বিজয় একুশে সফটওয়্যারটি সেটাপ দিতে হবে। এক্ষেত্রে বিজয় বায়ান্ন+ইউনিকোড ফন্ট সহ এ জাতীয় সফটওয়্যারগুলি সংগ্রহ করার জন্য আমাদের ব্লগ এবং পেজবুক পেজে লগইন করে সংগ্রহ করে নিতে পারেন। বা নিম্মোক্ত লিংকে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন।
স্বরবর্ণ

নং
বর্ণ
কীবোর্ড
নং
বর্ণ
কীবোর্ড
01
Shifft+F
12
F
02
G,F
13
ি
D
03
G,D
14
Shift+D
04
G,Shift+D
15
S
05
G,S
16
Shift+S
06
G, Shift+S
17
A
07
G,A
18
C
08
G,C
19
Shift+C
09
G,Shift+C
20
C,F
10
X
21
C,Shift+X
11
G, Shift+X



ব্যঞ্জনবর্ণ
নং
বর্ণ
কীবোর্ড
নং
বর্ণ
কীবোর্ড
01
J
23
H
02
Shift+J
24
Shift+H
03
O
25
M
04
Shift+O
26
W
05
Q
27
V
06
Y
28
Shift+V
07
Shift+Y
29
Shift+M
08
U
30
Shift+N
09
Shift+U
31
N
10
Shift+I
32
I
11
T
33
P
12
Shift+T
34
Shift+P
13
E
35
Shift+W
14
Shift+E
36
ক্ষ
J,G,Shift+N
15
Shift+B
37
Shift+Q
16
K
38
Shift+7
17
Shift+K



18
L



19
Shift+L



20
B



21
R



22
Shift+R



যুক্তাক্ষর:-
নং
বর্ণ
কীবোর্ড
নং
বর্ণ
কীবোর্ড
01
ক্ক
J,G,J
24
ঙ্ক
Q,G,J
02
ক্ত
J,G,K
25
ঙ্খ
Q,G,Shift+J
03
ক্ত্র
J,G,K,Z
26
ঙ্গ
Q,G,O
04
ক্ট
J,G,T
27
ঙ্ঘ
Q,G,Shift+O
05
ক্ন
J,G,B
28
ঙ্ম
Q,G,M
06
ক্ব
J,G,H
29
ঙ্ক্র
Q,G,J,Z
07
ক্ম
J,G,M
30
ঙ্ঘ্র
Q,G,Shift+O,Z
08
ক্র
J,Z
31
ঙ্ক্ষ
Q,G,J,G,Shift+N
09
ক্ল
J,G,Shift+V
32
চ্চ
Y,G,Y
10
ক্ষ
J,G,Shift+N
33
ছ্র
Shift+Y,Z
11
ক্স
J,G,N
34
চ্ছ
Y,G,Shift+Y
12
ক্ষ্ণ
J,G,Shift+N,G,Shift+B
35
চ্ছ্র
Y,G,Shift+Y,Z
13
ক্ষ্ম
J,G,shift+N,G,M
36
জ্ঝ
U,G,Shift+U
14
খ্রু
Shift+J,Z,S
37
জ্ঞ
U,G,Shift+I
15
গ্দ
O,G,L
38
জ্ব
U,G,H
16
গ্ধ
O,G,Shift+L
39
জ্জ্ব
U,G,U,G,H
17
গ্ন
O,G,B
40
ঞ্চ
Shift+I,G,Y
18
গ্ম
O,G,M
41
ঞ্ছ
Shift+I,G,Shift+Y
19
গ্র
O,Z
42
ঞ্জ
Shift+I,G,U
20
গ্ল
O,G,Shift+V
43
ঞ্ঝ
Shift+I,G,Shift+U
21
গ্ব
O,G,H
44
ট্ট
T,G,T
22
ঘ্ন
Shift+O,G,B
45
ট্ব
T,G,H
23
ঘ্র
Shift+O,Z
46
ট্ম
T,G,M

47
জ্জ
U,G,U
72
দ্ম
L,G,M
48
ট্র
T,Z
73
দ্গু
L,G,G,O,S
49
ট্ট্র
T,G,T,Z
74
দ্ভ্র
L,G,Shift+H,Z
50
ড্ড
E,G,E
75
ধ্ব
Shift+L,G,H
51
ড্র
E,Z
76
ধ্ম
Shift+L,G,M
52
ণ্ট
Shift+B,G,T
77
ধ্র
Shift+L,Z
53
ণ্ঠ
Shift+B,G,Shift+T
78
ন্ট
B,G,T
54
ণ্ড
Shift+B,G,E
79
ন্ড
B,G,E
55
ণ্ন
Shift+B,G,B
80
ন্ঠ
B,G,Shift+T
56
ণ্ব
Shift+B,G,H
81
ন্ত
B,G,K
57
ণ্ড্র
Shift+B,G,E,Z
82
ন্থ
B,G,Shift+K
58
ত্ত
K,G,K
83
ন্দ
B,G,L
59
ত্থ
K,G,Shift+K
84
ন্ধ
B,G,Shift+L
60
ত্ন
K,G,B
85
ন্ন
B,G,B
61
ত্ব
K,G,H
86
ণ্ণ
Shift+B,G,Shift+B
62
ত্ম
K,G,M
87
ন্ব
B,G,H
63
ত্ত্ব
K,G,K,G,H
88
ন্ম
B,G,M
64
ত্র
K,Z
89
ন্ট্র
B,G,T,Z
65
থ্ব
Shift+K,G,H
90
ন্ড্র
B,G,E,Z
66
দ্গ
L,G,O
91
ন্ত্র
B,G,K,Z
67
দ্ঘ
L,G,Shift+O
92
ন্দ্ব
B,G,L,G,H
68
দ্দ
L,G,L
93
ন্দ্র
B,G,L,Z
69
দ্ধ
L,G,Shift+L
94
ন্ধ্র
B,G,Shift+L,Z
70
দ্ভ
L,G,Shift+H
95
ন্স
B,G,N
71
দ্ব
L,G,H
96
প্ত
R,G,K

97
প্ট
R,G,T
122
ল্ড
Shift+V,G,E
98
প্প
R,G,R
123
ল্প
Shift+V,G,R
99
প্ল
R,G,Shift+V
124
ল্ফ
Shift+V,G,Shift+R
100
প্ন
R,G,B
125
ল্ব
Shift+V,G,H
101
প্র
R,G,Z
126
ল্ম
Shift+V,G,M
102
ফ্ল
Shift+R,G,Shift+V
127
ল্ফ্র
Shift+V,G,Shift+R,Z
103
ব্জ
H,G,U
128
শ্র
Shift+M,Z
104
ব্ল
H,G,Shift+L
129
শ্ল
Shift+M,G,Shift+V
105
ব্দ
H,G,L
130
শ্চ
Shift+M,G,Y
106
ব্ধ
H,G,Shift+L
131
শ্ছ
Shift+M,G,Shift+Y
107
ব্ব
H,G,H
132
শ্ন
Shift+M,G,B
108
ভ্র
Shift+H,Z
133
শ্ব
Shift+M,G,H
109
ভ্ল
Shift+H,G,Shift+V
134
শ্ম
Shift+M,G,M
110
ম্ন
M,G,B
135
ষ্ক
Shift+N,G,J
111
ম্ল
M,G,Shift+V
136
ষ্ট
Shift+N,G,T
112
ম্প
M,G,R
137
ষ্ঠ
Shift+N,G,Shift+T
113
ম্ফ
M,G,Shift+R
138
ষ্প
Shift+N,G,R
114
ম্ব
M,G,H
139
ষ্ফ
Shift+N,G,Shift+R
115
ম্ভ
M,G,Shift+H
140
ষ্ট্র
Shift+N,G,T,Z
116
ম্ম
M,G,M
141
ষ্ণ
Shift+N,G,Shift+B
117
ম্র
M,Z
142
ষ্ম
Shift+N,G,M
118
ম্প্ল
M,G,R,G,Shift+V
143
স্ক
N,G,J
119
ম্ভ্র
M,G,Shift+H,Z
144
স্খ
N,G,Shift+J
120
ল্ক
Shift+V,G,J
145
স্ত
N,G,K
121
ল্গ
Shift+V,G,O
146
স্ত্ব
N,G,K,G,H

147
স্তু
N,G,K,S
গুরুত্বপূর্ণ টিপস, শীট, সফটওয়্যার ও ভিডিও টিউটোরিয়াল পেতে নিচের লিংকগুলিতে লগইন করুন:
ধন্যবাদান্তেঃ
প্রগতি তুষভান্ডার ফেডারেশন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

148
স্থ
N,G,Shift+K
149
স্ল
N,G,Shift+V
150
স্প
N,G,R
151
স্ব
N,G,H
152
স্ফ
N,G,Shift+R
153
স্ত্র
N,G,K,Z
154
স্ন
N,G,B
155
স্ম
N,G,M
156
স্ক্ল
N,G,J,G,Shift+V
157
স্ক্রু
N,G,J,Z,S
158
স্প্ল
N,G,R,G,Shift+V
159
হ্ণ
I,G,Shift+B
160
হ্ন
I,G,B
161
হ্ব
I,G,H
162
হ্ম
I,G,M
163
হ্র
I,Z
164
হ্ল
I,G,Shift+V
165
চাঁ
Y,Shift+7,F
166
দুঃ
L,S,Shift+Backslash
167
বাং
H,F,Shift+Q
168
কৃ
J,A
169
র্ম্
M,G,Shift+A
170
ঠাৎ
Shift+T,F,Backslash
=======================================================

MD.MILON HOSSAIN

MD.MILON HOSSAIN
Tusvander,kaligonj,lalmonirhat

Recent post

এই পেজটির উন্নয়নের কাজ চলিতেছে......

Director---

সুপ্রিয় শিক্ষানুরাগী সুহৃয়......শুভেচ্ছা রইল । বিরাট সম্ভবনাময় জীবনকে সামনে রেখে উচ্চ শিক্ষার দ্বার প্রান্তে আপনাদের শুভ পদচারণা শুরু হয়েছে । কিন্তু বর্তমান পেক্ষাপটে বেকারত্ব একটি বড় সমস্যা যা কিনা একটি দেশের তথা সমগ্র বিশ্বের বোঝাস্বরুপ । তাই আপনাদের কে বেকারত্বর অভিশাপ থেকে বেড়িয়ে আসতে হবে এবং আত্ননির্ভরশীল হতে হবে । আপনার কর্মব্যস্ত পূর্ণময় জীবনই হবে জাতি দেশ তথা বিশ্বের উন্নয়নের অবলম্বন । কালের প্রবাহের বিবর্তনের ধারায় বর্তমান যন্ত্র কৌশলের যুগে কারিগাড়ি শিক্ষার কোন বিকল্প নাই তাই বলা যায় “কর্ম ছাড়া মুক্তি নাই শিক্ষার কোন বিকল্প নাই “যদি গড়তে চান সোনালী দিন কম্পিউটার কেন্দ্রে প্রশিক্ষণ নিন ’’ শিক্ষার অজ্ঞতাই অন্ধকারের শামিল। কাজেই পরমুখাপেক্ষী না থেকে নিজেকে হাতিযার হিসাবে গড়ে তুলুন । তাই আরডিআরএস বাংলাদেশ এর একটি প্রতিষ্ঠান প্রগতি তুষভান্ডার ফেডারেশন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আপনার ভাল বন্ধু হতে পারে ।
আন্তরিক প্রচেষ্টায় ও অক্লান্ত পরিশ্রমে আমাদের প্রতিষ্ঠানটি সমৃদ্ধ হয়ে একটি স্বাতন্ত্র্য স্থান নিয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ক্ষেত্রে অগ্রদৃত হিসাবে কাজ করে চলছে । অল্প খরচে, অতিযত্ন, ও দক্ষতা ও সাফল্যের সাথে শিক্ষা প্রদান করে আসছে। যারা উন্নত জীবনের স্বপ্ন দেখতে ভালবাসেন । তারা কম্পিউটার প্রশিক্ষণ গ্রহন করুন । এবং অন্যকে শিক্ষার উপযোগী করে তুলন । আর তাদের সঙ্গীহিন হওয়ার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রগতি তুষভান্ডার ফেডারেশন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র তুষভান্ডার, কালীগঞ্জ, লালমনির হাট।
আর নয় দ্বিধা দ্বন্ধ। আপোষহীন এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের প্রতিষ্ঠানটি আপনার কর্মময় উজ্জল জীবনে একটি সরণীয় হয়ে থাকুক। আপনার জীবন কর্মময়হোক।
পরিচালক
মো: মিলন হোসেন
কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
Copyright © Computer Suggestion & Bangla book | Powered by Blogger
Design by Viva Themes | Blogger Theme by NewBloggerThemes.com